ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘নো টেনশন, জাস্ট রিলাক্স’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
‘নো টেনশন, জাস্ট রিলাক্স’ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া/ছবি- প্রশান্ত

ঢাকা: নো টেনশন, জাস্ট রিলাক্স। কদম ফোয়ারা এলাকায় দায়িত্বরত সহকর্মীদের মনোবল চাঙ্গা করতে এমন পরামর্শই দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ভয়ের বা আতংকের কোনো কারণ নেই। সবখানেই প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

কোনো শংকা নেই। কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। জাস্ট রিলাক্স অ্যান্ড এনজয় দিস সিচুয়েশন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের হাইকোর্টের কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হাইকোর্ট এলাকায় ডিএমপি কমিশনার

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরএম/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।