ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কর্মব্যস্ততায় ছেদ পড়েনি, ক্রিকেট টিমও মাঠে

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কর্মব্যস্ততায় ছেদ পড়েনি, ক্রিকেট টিমও মাঠে কর্মব্যস্ততায় ছেদ পড়েনি, ক্রিকেট টিমও মাঠে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে গোটা দেশেই বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কগুলোতে চলছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের ক্রমাগত টহল।

রায়কে ঘিরে জনমনে নানা আলোচনার জন্ম হলেও প্রতিদিনের কর্মব্যস্ততায় কোনো ছেদ পড়েনি। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, একবারে স্বাভাবিক পরিস্থিতি।  

অন্যদিনগুলোর মতোই দোকান-পাট খুলছে, গাড়ি চলছে, কাজে যাচ্ছেন নগরবাসী। ফার্মগেট এলাকার একদল শিশুকেও বাবা-মার সঙ্গে স্কুলে যেতে দেখা গেছে। কর্মব্যস্ততায় ছেদ পড়েনি, ক্রিকেট টিমও মাঠে

সব স্বাভাবিক থাকলেও নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া তাদের টহল ভ্যানের সাইরেন রয়েছেই। এসবের মধ্যেই বাংলাদেশ-শ্রিলংকা ক্রিকেট টিমকে বেরিয়ে যেতে দেখা গেছে। কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করেই তাদের সোনারগাঁও হোটেল থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাড়ে ৯টায় মিরপুর সিরিজের বাংলাদেশ-শ্রিংলকার শেষ টেস্ট ম্যাচ শুরু হবে।

কারওয়ান বাজারে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. তন্ময় বাংলানিউজকে বলেন, সবকিছুই স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থেকে তৎপর রয়েছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী বলেন, কাজ করতে হচ্ছে, বাইরে তো বের হতেই হবে। একটা বাড়তি টেনশন কাজ করে। তবে ভয় নেই।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।