ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেউ ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কেউ ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে কেউ জানমালের ওপর ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতের সামনে পুলিশের অবস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।  

ডিএমপি কমিশনার বলেন, একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের এ প্রধান বলেন, আইন সবার জন্য সমান। কেউ অাইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে নগরে অাইন-শৃঙ্খলার পরিবেশ ঠিকঠাক জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, এভরিথিং ইজ নাইস।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমঅাইএস/এজেডএস/এএম/এইচএ/

** ‘নো টেনশন, জাস্ট রিলাক্স’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।