ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে আলগামন উল্টে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
গাংনীতে আলগামন উল্টে যুবক নিহত দুর্ঘটনাস্থল

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি কারিগরিপাড়ায় কুকুরের আক্রমণে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে ইসরাফিল ওরফে বাবু হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

ইসরাফিল মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের নতুনপাড়ার দাউদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কাথুলি-হাটবোয়ালীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে কারিগরিপাড়ায় এলে সাত-আটটি কুকুর আলগামনটিকে আক্রমণ করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি পাশের খাদে পড়ে যায়। এতে ওই যানবাহনে থাকা ইসরাফিল ঘটনাস্থলেই মারা যান। ইসরাফিল পেঁয়াজ বিক্রির জন্য পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কাঁচা বাজারে যাচ্ছিলেন।  

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।