ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাইনবোর্ড-কাঁচপুরে যান চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সাইনবোর্ড-কাঁচপুরে যান চলাচল স্বাভাবিক সাইনবোর্ড-কাঁচপুর সড়কে যান চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম দিয়ে সড়ক দিয়ে ঢাকায় প্রবেশের দু'টি পয়েন্ট কাঁচপুর ও সাইনবোর্ড এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও সকাল ১১টার পর গাড়ির চাপ বাড়তে থাকে। সকাল থেকেই দু'টি পয়েন্টে চেকপোস্ট থাকলেও ঢাকা প্রবেশে তেমন বাধা লক্ষ্য করা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।