ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার রায় নিয়ে বিদেশিরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
খালেদার রায় নিয়ে বিদেশিরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী/ছবি: বাংলানিউজ

ঢাকা: খালেদা জিয়ার রায় নিয়ে বিদেশি কোনো কূটনৈতিক বা দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (০৮ ফেব্রয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি ও ভ্যাটিকেন সিটিতে সফর উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইস প্রেসিডেন্ট চারদিন বাংলাদেশে থাকলেন, তিনিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।



পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, এ সম্মেলনে যোগ দেওয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এছাড়াও ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা স্থান পেতে পারে।

আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গভর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।  

২০১৭ সালে নভেম্বরের শেষে ঢাকায় এসেছিলেন পোপ ফ্রান্সিস। তিনি মিয়ানমার হয়ে বাংলাদেশে আসেন। সে সময় প্রথমবারের মতো রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন পোপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতি সফর হিসেবে ভ্যাটিকানের পোপের সঙ্গে বৈঠক করবেন।

২০১৪ সালের অক্টোবরে এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি গিয়েছিলেন। তবে ওই সম্মেলন হয়েছিল ইতালির মিলানে। তিন বছর পর আবার শেখ হাসিনা ইতালি সফরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।