ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বড়লেখায় হত্যা মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় স্কুলছাত্র আব্দুল্লাহ হাসান হত্যা মামলার আসামি অলিউর রহমান পারভেজকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানানো হয়।

পারভেজ উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামের নুর উদ্দিন বলাইয়ের ছেলে। এই মামলায় তার বাবা নুর উদ্দিন বলাইও গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন।

এর আগে, এ হত্যা মামলায় একই এলাকার বদরুল ইসলাম, তারেক আহমদ, আব্দুল হক ও নুর উদ্দিন বলাইকে গ্রেফতার করে পুলিশ।  

বড়লেখা থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।