ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
ধামরাইয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলায় মো. আজিজুল ইসলাম (৪৫) নামে এক মিষ্টি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে দ্বিমুখা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিজুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ধামরাই কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) মহসিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা দ্বিমুখা বাজারের পাশে একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।