ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, আহত ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, আহত ৪  নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে উল্টে যাওয়া প্রাইভেটকারটি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খালে পড়ে উল্টে গেছে। এতে ওই গাড়ির চালকসহ চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুরকাঠি-শিমুলতলা সড়কের সিদ্ধকাঠি ইউনিয়নের চন্দ্রকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

আহত তিন আরোহী হলেন- জেলা যুবলীগ নেতা জিএস জাকির, মো. মোস্তাহিদ হোসেন মিশু ও মো. বাবু হোসেন।

তবে চালকের নাম জানা যায়নি।  

স্থানীয়দের বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে প্রাইভেটকারযোগে নলছিটি পৌর এলাকা থেকে বরিশাল ফিরছিলেন তারা। চন্দ্রকান্দায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাশের খালে পড়ে উল্টে যায়।  

এতে চালকসহ গাড়ির ভেতরে থাকা ওই তিন আরোহী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।