ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের হুদমাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬টি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ আনারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৫৯ বিজিবি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ অভিযান চালায় বিজিবি।
 
আটক আনারুল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী সকালে প্রেস ব্রিফিংকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির আজমতপুর বিওপির একটি দল ভোরে আনারুল ইসলামের বাড়ির গোয়ালঘর ও শোবার ঘরে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করে। পরে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনারুল দীঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।