ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ২ বাসের সংর্ঘষে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
গোদাগাড়ীতে ২ বাসের সংর্ঘষে চালক নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিলাশ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।

একই সময় ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিলাশ নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার খামানাশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে গোদাগাড়ী কলেজ থেকে একটু সামনে সারাংপুর বড় মসজিদের সামনে হানিফ এন্টারপ্রাইজ ও একতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের চালক বিলাশের মৃত্যু হয়। এ ঘটনায় ১০জন আহত হয়েছেন।

ওসি আলতাফ হোসেন আরও জানান, নিহত বিলাশের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দূরপাল্লার বাস দু’টিকে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।