ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ৭০ লাখ টাকার হীরার গহনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সাতক্ষীরা সীমান্তে ৭০ লাখ টাকার হীরার গহনা জব্দ জব্দকৃত গহনা

সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার হীরার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহামান জানান, ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষ্মীদাড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের সাব পিলার দুই/তিন এর ৭০ গজ ভেতরে অভিযান চালায়।

ওই সময় বিপুল গহনা জব্দ করা হলেও কোনো চোরা কারবারীকে আটক করা সম্ভব হয়নি। গহনাগুলো প্রাথমিকভাবে হীরার বলে মনে হয়েছে। পরে গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায় জব্দকৃত গহনাগুলো আসল হীরার।  

তিনি আরো জানান, জব্দকৃত গহনার মধ্যে রয়েছে ৯৭টি আংটি, ২০টি লকেট ও ৫০টি নাক ফুল। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।