ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
নেত্রকোনায় হত্যা মামলায় স্বামীর ফাঁসি

নেত্রকোনা: নেত্রকোনায় শিল্পী আক্তার হত্যা মামলায় তার স্বামী সোয়াব মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।

সোয়াবের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার দরুণ বালি গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রদীপ বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে সোয়াব তার স্ত্রী শিল্পীকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই দিনই মেয়েটির ভাই স্বপন মিয়া বাদি হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ২৫ জুলাই সোয়াবের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। আটজনের সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।