ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই সাগর সরওয়ার ও মেহেরুন রুনি (ফাইল ছবি)

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্ত শেষ হলে র‌্যাব শিগগিরই প্রতিবেদন প্রকাশ করবে।    

রোববার (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।  

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকোর্টের দিক-নির্দেশনায় র‌্যাব এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

তদন্তের জন্য র‌্যাব ডিএনএ নিয়ে কাজ করছে। আমরা মনে করি তারা শিগগিরই আমাদের আলোকিত করতে পারবে।

শিগগির সেটা কত দিন লাগতে পারে এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।  

এই হত্যাকাণ্ডের পর এতোদিনেও হত্যারহস্য উদঘাটন করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা নেই।  

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, রশিদ লজ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলার ফ্ল্যাটে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮ 
এসকে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।