ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
লৌহজংয়ে নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি, আহত ১

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ইলিশ ধরার সময় টহলরত নৌ-পুলিশ সদস্যদের ওপর গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। এ ঘটনায় পুলিশের ট্রলার চালক মো. আলামিন (৩২) আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।  

সকালে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বাংলানিউজকে জানান,
নৌ-পুলিশের চার সদস্য সকালে নদীতে টহল দিতে গেলে চারদিক থেকে স্পিডবোট ও দুই-তিনটি ট্রলারে করে জেলেরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এসময় আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।  

তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের ট্রলার চালক আরমানের পায়ে গুলি লেগেছে। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

লৌহজং থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।  

লৌহজং পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, ঘটনার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।