ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
৩ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ৩ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক-ছবি-বাংলানিউজ

যশোর: যশোরের নওয়াপাড়ায় অবৈধ ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের দুর্ঘটনার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী চিত্রা ট্রেনের মধ্য দিয়ে চলাচল স্বাভাবিক হয়।

**খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন ম্যানেজার হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, সকাল সোয়া ৭টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানের সামনে একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পাথরবাহী ট্রাক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।

এতে ওই ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে লাইনের উপর পড়ে থাকায় তা সরাতে ঘণ্টা তিনেক সময় লেগেছে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক ও মালামাল সরিয়ে দিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর পরে চিলহাটিগামী রূপসা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট, এবং বেনাপোল কমিউটার ছেড়ে গেছে। তবে সাড়ে ১০টার আগের ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছেড়েছে।

স্থানীয়রা বাংলানিউজকে অভিযোগ করেন, নওয়াপাড়ার ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ঘাট ও গুদামে ট্রাক-লরি নিয়ে যেতে ইচ্ছামতো রেলক্রসিং বানিয়ে নিয়েছেন। এতে বছরে একাধিক ট্রেন-ট্রাক দুর্ঘটনা ঘটে। এছাড়াও বছরে অন্তত ২-৫ জন পথচারীর মৃত্যু হয়। তবে অবৈধ অর্থবিত্ত ও রাজনৈতিক ছত্রছায়ার কারণে তাদের কিছুই বলতে সাহস পায় না স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।