ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ ইউরোপীয় ইউনিয়নের লোগো

ঢাকা: রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত আরো ১৫ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অর্থ সহায়তার ঘোষণা দিলো সংস্থাটি।

মঙ্গলবার (২৩  অক্টোবর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ইউরোপীয় কমিশনের বরাদ দিয়ে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে আসছে।

রোহিঙ্গাদের জন্য এ পর‌্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ৬৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। প্রতিশ্রুতির অংশ হিসেবে আরো ১৫ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিচ্ছে সংস্থাটি।

রোহিঙ্গাদের জন্য দেওয়া এ অর্থ কক্সবাজারে তাদের কম্যুনিটির উন্নয়ন, নারী সমতা, ঝুঁকি মোকাবিলা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয়ে প্রাধান্য দেওয়া হবে।  

ইউরোপীয় কমিশনের এক সভায় রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত এ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গা সংকট শুরু থেকেই ইউরোপীয়  ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।