ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ইয়াবাসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
পলাশে ইয়াবাসহ নারী গ্রেফতার ইয়াবাসহ গ্রেফতার পারুল বেগম। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর পলাশে ইয়াবাসহ পারুল বেগম (৩০) নামে এক নারী মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আমতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পারুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুয়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী।

তিনি টঙ্গী থানার ভূঁইয়াপাড়া গ্রামে ভাড়া থেকে ইয়াবার বিক্রি করতেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মোস্তাফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ওই নারী মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার পারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।