ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা ঐতিহ্যবাহী গাদন খেলা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: এক সময় হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, হাঁড়িভাঙা, গাদন, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে কুষ্টিয়ার মিরপুরে আয়োজন করা হয় দুই দিনব্যপী ঐতিহ্যবাহী গাদন খেলার। 

বুধবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামে এ খেলার আয়োজন করা হয়।  

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত হাজী আব্দুল্লাহ মো. আলাউদ্দিনের স্মৃতিতে এ গাদন খেলা আয়োজন করা হয়।

খেলায় বিভিন্ন এলাকার ১২টি দল অংশ নেয়। এরা হলো- সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দল, সদরপুর বাজার কমিটি দল, তালবাড়ীয়া দল, শ্রীরামপুর দল, নির্মাণ শ্রমিক দল, কাতলারী দল, খলিসাকুণ্ডি দল, বিল আমলা দল, অগ্রদুত ক্লাব, আড়িয়া দল, বড়বাড়ীয়া দল এবং ঝাউদিয়া গাদন খেলা দল।  

সরেজমিনে দেখা যায়, খেলা উপভোগ করতে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সারাদিন উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা।  

খেলায় আগত দর্শণার্থী বকুল কুমার বাংলানিউজকে জানান, এ ধরনের খেলা গ্রাম বাংলার প্রাণ। এ অঞ্চলের মানুষের প্রাচীন খেলা গাদন খেলা। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে এ অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বর্তমানে কিশোররা মোবাইল, কম্পিউটারে কৃত্তিম খেলা নিয়ে ব্যস্ত থাকে। তাদের এ ধরনের খেলায় আসক্ত করা দরকার।  

আরেক দর্শণার্থী সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সচরাচর এ ধরনের খেলা দেখা যায় না। তাই সকলেই অতি উৎসাহে খেলা উপভোগ করছি।  

হাবিবা আক্তার বাংলানিউজকে জানান, এতো জাকজমকভাবে এ ধরেনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়।  

খেলার আয়োজক সামসুল আরেফিন অমূল্য বাংলানিউজকে জানান, কালের বিবর্তনে গ্রামবাংলার এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।  

গাদন খেলার পরিচালক এনামূল হক বাংলানিউজকে জানান, সুন্দর ও মনোরম পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।