ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়ক দিবসে বগুড়ায় লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
নিরাপদ সড়ক দিবসে বগুড়ায় লিফলেট বিতরণ লিফলেট বিতরণ। ছবি: বাংলানিউজ

বগুড়া: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ স্লোগানে বগুড়ায় নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক দুর্ঘটনারোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

এজন্য সবার মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ ব্যাপারে সবাই সচেতন হলে সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, সহ-সভাপতি গৌতম কুমার দাস প্রমুখ।

পরে শহরের জলেশ্বরীতলা, গোহাইল রোড, থানা রোড, নবাববাড়ি, কাঁঠালতলাসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমবিএইচ/এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।