ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কচা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: নানা আয়াজনের মধ্যদিয়ে বরিশালের উজিরপুরের হারতার কচা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মী পূজা উপলক্ষে বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে ১৫৯তম এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাজে-সজ্জিত হয়ে ১৪টি দল অংশ নেয়।

নৌকাবাইচ ঘিরে দুপুরের পর থেকেই বিভিন্নস্থান থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হারতাবাজার এলাকা সংলগ্ন নদীর দু’পাড়ে ভিড় জমান। পাশাপাশি নৌকাবাইচ উপভোগ করতে উৎসুক জনতা লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযানে বাদ্যযন্ত্র নিয়ে নদীর দু’পাড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাদারীপুর জেলার সুকুমার বাইনের দল, দ্বিতীয় স্থান বিজয়ী হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রুহি দাসের দল ও তৃতীয় স্থান বিজয়ী হয় একই উপজেলার দালালেষর দল।  প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ ও সব প্রতিযোগীদের মধ্যে টেলিভিশন বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাইচ কমিটির সভাপতি হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) বরিশালের প্রধান কর্নেল জি এম শরিফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুখ, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ছানা, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানারীপাড়া পৌর মেয়র সুভাস চন্দ্র শীল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএস/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।