ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চেক জালিয়াতি: গ্রেফতারকৃত ইউপি সদস্য দুদকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
চেক জালিয়াতি: গ্রেফতারকৃত ইউপি সদস্য দুদকে হস্তান্তর গ্রেফতারকৃত ইউপি সদস্য দুদকে হস্তান্তর। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর ক্ষতিপূরণের চেক জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃত নারী ইউপি সদস্য ছালমা বেগমকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন শিবচর থানায় আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ছালমাকে তাদের কাছে হস্তান্তর করেন।

>>>আরো পড়ুন...পদ্মাসেতুর ক্ষতিপূরণের চেক জালিয়াতি মামলা, গ্রেফতার ১

দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ছালমাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

রিমান্ডের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।