ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাই মামলায় ৩ ঢাবিশিক্ষার্থী গ্রেফতার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ছিনতাই মামলায় ৩ ঢাবিশিক্ষার্থী গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছিনতাই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, গত সোমবার (২২ অক্টোবর) রাত দশটার দিকে টিএসসি থেকে তিন  ঢাবি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাফিউর রহমান এবং একই হলের ছাত্রলীগ কর্মী ও ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র কামরুল হাসান, দর্শন বিভাগের মিনহারুল বাশার আবির।

অপর আসামি দর্শন বিভাগের ছাত্র এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. জর্জ পলাতক রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র বলেও জানান ওসি হাসান।  
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজধানীর বায়তুল মোকাররম থেকে মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে যাওয়ার পথে রমনা কালী মন্দিরের সামনে অভিযুক্তরা তার গতি রোধ করে। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে শুনেছি। পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আটকদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।