ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দু’দিনে বিএনপির ৭২ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সিলেটে দু’দিনে বিএনপির ৭২ নেতাকর্মী আটক

সিলেট: সিলেটে দুই দিনের অভিযানে বিএনপির ৭২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬৮ জনকে পুরাতন একটি মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ চার নেতাকর্মী আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাগর, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম লস্কর, ছাত্রদল কর্মী ছালেক মিয়া।

এই চারজনকে পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আদালতে সৌপর্দ করা হবে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে আটক ১২ ছাত্রদল নেতাকর্মীকে আগের একটি মামলায় গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, ছাত্রদল নেতা সুমন আহমদ, রেজাউল করিম, সৈয়দ মনসুর আলী, আব্দুর রহিম, তাজরিয়ান, আবুল হাসনাত জাবের, আব্দুল মোতালিব, খোরশেদ আলম, শাহরিয়ার রহমান হাসান ও হীরন মিয়া।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত থেকে ২৪ ঘণ্টার অভিযানে ৬৮ নেতাকর্মীকে আটক করা হয়।  


বুধবার সমাবেশ শেষে মুক্তাদিরসহ বিএনপির চার নেতাকর্মী আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ওয়াহাব।

সন্ধ্যায় নগরের উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে মুক্তাদিরকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।