ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
বাঞ্ছারামপুরে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে বিএনপির ১৬জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর)  রাত ১০ টার দিকে উপজেলার সদরের বিটি ঝগড়াচর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাক্ষণিকভাবে আটকদের নাম- পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি- তদন্ত) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, নাশকতার উদ্দেশে বিএনপির ১৬জন নেতাকর্মী গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।