ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক রুটে বাস ধর্মঘট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
চট্টগ্রাম-রাঙামাটি সড়ক রুটে বাস ধর্মঘট

খাগড়াছড়ি: চালককে শাস্তি দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বাস রর্মঘট চলছে।

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত বাসচালককে শাস্তি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের ডাকে খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

হঠাৎ করে ডাকা ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম জেলার হাটহাজারীতে একটি বাসের চালককে তিনমাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।