ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অসামাজিক কাজ: আটক পু‌লিশ কন‌স্টেবল মুচলেকায় মুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
অসামাজিক কাজ: আটক পু‌লিশ কন‌স্টেবল মুচলেকায় মুক্ত

সাতক্ষীরা: অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতক্ষীরার আশাশু‌নি‌তে কামরুজ্জামান না‌মে এক পু‌লিশ কন‌স্টেবল‌কে আটক ক‌রেছে এলাকাবাসী।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেউটিয়া গ্রাম থে‌কে তা‌কে আটক করা হয়।  

কামরুজ্জামান একই ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মহিউদ্দিনের মোড়লের ছেলে।

তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য। তার কন‌স্টেবল নম্বর ৬৮৫৮।

উপ‌জেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন বাংলানিউজকে জানান, বুধবার কামরুজ্জামান এক তরুণীকে নিয়ে আশাশুনির আনুলিয়া গ্রামে তার নানার বাড়িতে অবস্থান করছিল। সন্ধ্যায় কামরুজ্জামান মেয়েটির সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদের দুইজনকে আটক করে। পরে রাতেই তাদের আনুলিয়া ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হলে একটি মুচলেকা নিয়ে দুইজনকেই ছেড়ে দেওয়া হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বাংলা‌নিউজ‌কে জানান, ওই তরুণীও একজন পুলিশ কনস্টেবল। তাকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।