ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
খাগড়াছড়িতে ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবি  মানববন্ধন কর্মসূচি

খাগড়াছড়ি: নারী সাংবাদিককে কটুক্তি ও অশালীন মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এ দাবি জানান ।
 
মহিলা আওয়ামী লীগের জেলা সভানেত্রী ক্রইসাঞো চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহানা আক্তার, সহ-সভানেত্রী নিগার সুলতানা, সুইচিংথুই মারমা প্রমূখ।


 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এডি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।