ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

ঢাকা: রাজধানীর ছোট দিয়াবাড়ি, বেড়িবাঁধ, মাজার রোড, মিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ২শ'টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

এছাড়া সড়কে বাঁশ ফেলে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি বাঁশের আড়তকে তিনটি পৃথক মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।