ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৪ ঘণ্টায় ৪৬ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
বরিশালে ২৪ ঘণ্টায় ৪৬ জেলে আটক আটক জেলেরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৪ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালাবদর ও মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ ২২ জেলেকে আটক করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়েছে। তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের সাজা নির্ধারণ করবেন।

অন্যদিকে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে বরিশালের হিজলা থানার মেঘনা নদীর বড়কালিয়া, চর দুর্গাপুর ও চরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।