ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিক পুলিশের সঙ্গী হলেন নিসচা’র সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ট্রাফিক পুলিশের সঙ্গী হলেন নিসচা’র সদস্যরা ট্রাফিক পুলিশের পাশাপাশি সাহায্যকারী হিসেবে কাজ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটির সদস্যরা। ছবি: বাংলানিউজ

বগুড়া: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি সাহায্যকারী হিসেবে কাজ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করেন নিসচা’র সদস্যরা।

এ সময় তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করার পাশাপাশি রাস্তা পারাপারের বিষয়ে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করেন।

একইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার নিয়ম-কানুন সম্বলিত লিফলেটও বিতরণ করেন পথচারীদের মধ্যে।

কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, আলী হাসান রওনক, গোলাম রব্বানী শিপন, রানা, আলীম,  মানিক, সুমন, ফরিদুল ইসলাম, রেজাউল করিম তানসেন, আমিনুর রহমান রুবেল, আল আমিন, মোখলেছুর রহমান, আবু হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।