ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
যশোরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: প্রতীকী

যশোর: যশোরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে যশোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে ‘খাজা ফুড অ্যান্ড বেকারি এবং শহরের চৌরাস্তার মিষ্টির দোকান ‘অনন্যা’।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, খাজা ফুড অ্যান্ড বেকারির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মচারীদের স্বাস্থ্য সনদের পাশাপাশি বিএসটিআই’র অনুমোদিত ট্রেড মার্ক লাইসেন্সও ছিল না। যে কারণে এ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অপরদিকে, বিএসটিআই’র অনুমোদন ছাড়া মিষ্টি ও দই তৈরি করে তা বাজারজাত করে আসছিল অনন্যা। পরে এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইউজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।