ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত কুকুরে কামড়ে আক্রান্ত হয়ে তারা জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লামচরী ও ৫নং ওয়ার্ডের শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে সামির নামে এক শিশুর চোখে সমস্যা হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ ঘটনায় লামচরী, শাখারীপাড়া ও আশপাশ এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- নোমান (২৭), মুন্নি (১২), তাসলিম (১৪), রুমি (১৩), দুরন্ত (৭), সামির (১০), নাহিদা (৮), সমির (১০), নাহিয়ান (১০), শিরিন আক্তার (৪৫), শ্রাবণ (৮), নিশু (১৫), আহাদ (৫), নুর নাহার (৪৫), তানহা (৫), জাহাঙ্গীর (২৫), রাফি (১১), রিহান (৪), আবদুল্লাহ (৩), তাসনিম (৭), আসিফ (২০), অহিদ (৭), সিহাব (৮), নুর হোসেন (৪৩) ও তীর্থ (৪)। তাদের বাড়ি পৌরসভার লামচরী ও শাখারীপাড়ায়।  

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, স্বজনরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে এসেছেন। এখানে তাদের চিকিৎসা চলছে। আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিনও সরবরাহ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।