ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ময়মনসিংহে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৮ ময়মনসিংহে আটজনকে গ্রেফতার করা হয়। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় পৃথক অভিযানে  তিন মাদক বিক্রেতা ও পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- শ্রাবণ আহম্মেদ (২২), আশরাফুল (২২) ও সুজন মিয়া (২৫), জুয়াড়ি সোহাগ (৩১), বিল্লাল (৩৫), ইউসুফ আলী (৩৫), রফিকুল ইসলাম (৪২) ও নাজিম উদ্দিন (৪০)।


 
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার শহরের কালীবাড়ী এলাকায় ডিবির একটি দল অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক বিক্রেতা শ্রাবণকে ও মুক্তাগাছার চেচুয়া এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আশরাফুল ও সুজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বুধবার রাতে অভিযান চালিয়ে জেলা সদরের চুরখাই মুসারবাড়ীর মোড় এলাকায় জুয়ার আসর থেকে ওই পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।  

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার প্রত্যেক্যের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়:  ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮ 
এমএএএম/এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।