ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটককৃতরা হলেন- আমিনউল্লাহ (১৯), মাহবুব আলম (৪১), আবু বক্কর সিদ্দিক (২৩) ও আজাদ (২৪)।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, টেকনাফ, কক্সবাজার থেকে বাস যোগে একটি ইয়াবার চালান গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় ১৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৬২৫ টাকা ও ৬ টি মোবাইল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
পিএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।