ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই দল ইয়াবা কারবারিদের 'বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা হামিদুল ইসলাম প্রকাশ ওরফে লালাইয়া (৩৮) নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ অক্টোবর) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে  ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। লালাইয়া টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামরী এলাকার  কালা মিয়ার ছেলে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, ভোরে হ্নীলায় মাদকবিরোধী অভিযান শেষে টেকনাফে ফেরার পথে দমদমিয়া এলাকায় পৌঁছালে নাফ নদীর পাড়ে গুলির শব্দ শুনতে পাই। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের প্রায় ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ইয়াবাবিক্রেতা লালাইয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ও ছয় হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র ( (এলজি), ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

লালাইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি এবং ইয়াবা ডন হামিদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় তিনটি মাদক, চারটি মারামারি ও একটি মানবপাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি প্রদীপ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।