ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতি সিনহা ‘জুডিশিয়াল ক্যু’ করতে চেয়েছিলেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বিচারপতি সিনহা ‘জুডিশিয়াল ক্যু’ করতে চেয়েছিলেন বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম/ছবি: শাকিল

ঢাকা: বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন। তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন পুরো বিচার ব্যবস্থাকে। এটা তার কাছ থেকে কেউই আশা করেনি।

শুক্রবার (২৬ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এসকে সিনহার স্বপ্নভঙ্গ: বিচার বিভাগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে দেশইনফো.কম.বিডি।

এতে সভাপতিত্ব করেন সাংবাদিক রাশেদ চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক সাজেদা হক।  

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারী সাংবাদিককে অপমানের জন্য ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষ নিয়েছেন ঐক্যপ্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন। তিনি মইনুল হোসেনের পক্ষে ক্ষমা চাইতে পারেন।

‘একজন নারী সাংবাদিককে অপমান করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি গোটা নারী সমাজকেই অপমান করেছেন। আর মইনুল হোসেনের পক্ষ নিয়েছেন ড. কামাল হোসেন। এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। তবে মইনুল হোসেন ক্ষমা না চাইলে, মইনুলের পক্ষে ড. কামাল ক্ষমা চাইতে পারেন। তাহলেই আরো ভালো হবে। ’

আলোচনাসভায় বক্তারাঅ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সিনহা বাবু বিচার ব্যবস্থা নিয়ে যে বই লিখেছেন, এতে দেশ-জাতির কী লাভ হয়েছে জানি না, তবে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি আমাদের রিপেয়ার করতে হবে।

দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, মি. সিনহার মধ্যে উচ্চাভিলাষ ছিল। সে কারণেই তিনি বিচারব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে এমন একজন’ দু’জনের কারণে নিশ্চয় পুরো বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে না।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এতে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল হোসেন কলিমুল্লাহ, আইনজীবী সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারওয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক ছাত্র নেতা বাপ্পাদিত্য বসু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘ্ণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।