ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম

ঢাকা: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছেন। সেজন্য নারীরা আজ চাকরি, ব্যবসাসহ সব খাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারছেন। এ অগ্রযাত্রা রোধ সম্ভব নয়।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

জাতিসংঘ দিবস উপলক্ষে বাণিজ্যে নারীর সম অধিকার-শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সাঈদা তাসনিম।

যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, বাংলাদেশ এখন এগিয়ে চলছে। বাংলাদেশের জিডিপির হার এখন ৭ দশমিক ৬ ভাগ। এ অগ্রযাত্রায় নারীর বিশেষ অবদান রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছেন। সে কারণেই আজ জাতীয় সংসদের স্পিকার নারী, সংসদীয় উপনেতা নারী, আমরা নারী স্বরাষ্ট্রমন্ত্রী ও নারী পররাষ্ট্রমন্ত্রীও পেয়েছি।

সাঈদা মুনা তাসনীম বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও সমান তালে এগিয়ে চলেছেন। বাংলাদেশের নারী উদ্যোক্তারা কর্মসংস্থানের মাধ্যমে আর্থ সামাজিক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন বলেও তিনি মন্তব্য করেন।  

বাংলাদশে সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।