ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু মাধবপুরে খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে খাদ্যে বিষক্রিয়া হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার পুড়াইকলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মায়া রাণী (৫৫)। তিনি সুনীল দে নাথের স্ত্রী। একই ঘটনায় পরিবারের অন্য চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে রান্না করা ব্রয়লার মুরগির ডিমের তরকারি খান উপজেলার পুড়াইকলা গ্রামের সুনীল দে নাথসহ পরিবারের সদস্যরা। খাবার খেয়ে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালে নেওয়ার পর সুনীল দে নাথের স্ত্রী মায়া রাণীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অসুস্থ পরিবারের অন্য সদস্যরা হলেন নিহত মায়া রাণীর স্বামী সুনীল দেবনাথ, ছেলে সুকুমার দেবনাথ ও শংকর দেবনাথ ও সুনীল দেবনাথের ভতিজা মিঠুন দেবনাথ।  

এদের মধ্যে সুকুমার ও সুনীলের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮

বিএ/টিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।