ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

একঘণ্টা চেষ্টায় রংপুরে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
একঘণ্টা চেষ্টায় রংপুরে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে গ্যারেজে আগুন

রংপুর: রংপুরে স্টেশন রোডের কয়েকটি কার ও অটো রিক্সার গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (২৮ অক্টোবর) রাত ১টার দিকে এই আগুনের সুত্রপাত ঘটে। 

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টা কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রথমিক ধারণা করা হচ্ছে।

 তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

তবে, আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশাঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময় : ০১২৬ ঘণ্টা,আপডেট: ০২১৩ ঘণ্টা অক্টোবর ২৮, ২০১৮  
টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।