ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চোরাকারবারীদের ফাঁ‌দে আটকে বিজিবি সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
চোরাকারবারীদের ফাঁ‌দে আটকে বিজিবি সদস্যের মৃত্যু সাতক্ষীরা

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কলারোয়া উপ‌জেলার সীমান্তবর্তী সোনাই নদী‌তে চোরাকারবারীদের ফাঁ‌দে আটকে পানিতে ডু‌বে রফিক (৩৫) না‌মে এক বিজিবি সদস্যের মৃত্যু হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।  

কাকডাঙ্গা বিওপিতে কর্মরত র‌ফিক ল্যান্স না‌য়েক পদমর্যাদার একজন সদস্য।

তি‌নি সম্প্র‌তি কাকডাঙ্গা ক্যা‌ম্পে যোগদান ক‌রেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।  

স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশে পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে।  

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩৬ আরবি’র কাছে সোনাই নদীর ধারে টহল দেওয়ার সময় চোরাকারবারীদের ‍অবস্থান বুঝতে পারেন। এসময় তাদের তাড়া করে পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাঁধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক।  

এসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে জড়িয়ে নদীর মাঝ বরাবর চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।  

খবর পেয়ে বিজি‌বি সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহম্মেদ বাংলা‌নিউজ‌কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।