ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিএনজি থেকেও যাত্রী নামিয়ে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
সিএনজি থেকেও যাত্রী নামিয়ে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীসহ সারাদেশে ‘কর্মবিরতি’ পালন করছেন পরিবহন শ্রমিকরা। তবে নিজেরা গণপরিবহন চালানো বন্ধ রাখলেও সিএনজিচালিত অটোরিকশাসহ যাত্রীদের বিকল্প যানবাহনও থামিয়ে দিচ্ছেন তারা। এতে কর্মস্থলগামী লোকজন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে দেশজুড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ শুরু হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে জোরজবরদস্তি করে যানবাহন থামিয়ে যেতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের।                     <div class=

ছবি: শাকিল আহমেদ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/CNG-photo20181028110235.jpg" style="width:100%" />মিরপুর এলাকা গণপরিবহনশূন্য থাকায় অনেককে দেখা যায়, সিএনজি চেপে গন্তব্যে রওয়ানা হতে। কিন্তু কালশী মোড়ে দেখা যায়, সেখানে অবস্থানরত শ্রমিকরা এই সিএনজি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। সেসময় অনেক যাত্রীকে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। ফাঁকা রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা।  ছবি: বাংলানিউজফার্মগেট, কারওয়ান বাজার, সাতরাস্তা, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরেও দেখা যায় একই চিত্র। ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহনেরই দেখা মিলছে না। মাঝেমধ্যে কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিললেও তারা দাবি করছে ‘গলাকাটা’ ভাড়া।

পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে।

মিরপুর থেকে বারিধারায় শেয়ারিং রাইড নিয়ে আসা মতিয়ার নামে এক রাইডার বাংলানিউজকে বলেন, সরকার আইন করেছে যেন শৃঙ্খলার মধ্যে থাকে সবকিছু। কিন্তু তারা (পরিবহন মালিক-শ্রমিক) পেয়েছেন মামা বাড়ির আবদার, অন্যায়ও করবেন, আইনও মানবেন না। সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠোর হওয়া। রাস্তা অবরোধ করে উল্লসিত শ্রমিকরা।  ছবি: শাকিল আহমেদএদিকে, রাজধানীর রাস্তায় যেমন চলছে না যানবাহন, তেমনি ঢাকা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়েও যেতে পারছে না, ঢুকতেও পারছে না ঢাকায়।

এর আগে শনিবার (২৭ অক্টোবর) শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক উছমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাস হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো আমাদের সামনে খোলা নেই।  

এ আইনের সংশোধন ও উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা নিরসনের লক্ষ্যে রোববার সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।