ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল ময়মনসিংহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল ময়মনসিংহ ধর্মঘটের কারণে ফাঁকা মহাসড়ক/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনেই অচল হয়ে পড়েছে ময়মনসিংহ। কোনো মহাসড়কেই চলছে না যানবাহন। 

রিকশা কিংবা ভ্যান চলতে গেলেও বাধা হয়ে দাঁড়াচ্ছেন পরিবহন শ্রমিকরা। যানবাহনশূন্য মহাসড়কে কর্মস্থলমুখী যাত্রীদের জন্য নেমে এসেছে অশেষ দুর্ভোগ।

 

জানা যায়, রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহসহ দেশের সব রুটের কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে আগে থেকেই ঘোষণা সত্ত্বেও এদিন টার্মিনাল ও স্ট্যান্ডে এসে জড়ো হতে থাকে কর্মস্থলমুখী মানুষজন। কিন্তু কোনো দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় তাদের চরম বিপাকে পড়তে হয়। কেউ কেউ অতীতের মতো সিএনজি-অটোরিকশা নিয়ে যেতে চাইলেও বাধার মুখে পড়েন পরিবহন শ্রমিকদের।  

যারা দীর্ঘপথ হাঁটতে পারেন না তারা শেষ বিকল্প হিসেবে রিকশা কিংবা ভ্যানগাড়ি নিয়ে মহাসড়ক পাড়ি দিতে চাইলে উচ্ছৃঙ্খল পরিবহন শ্রমিকদের রোষানালে পড়েন।  

ময়মনসিংহ শহর থেকে ত্রিশালে যাবেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিকার আলী। শহরের বাইপাস মোড় গোল চত্বরে তার ভ্যানের ‘হাওয়া’ ছেড়ে দেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। চড়া গলায় ওই বিদ্যালয় শিক্ষক এর প্রতিবাদ করে বলেন, আইন করেছে সরকার। সঠিক সময়ে সঠিক আইন প্রণয়ন করেছে। এটাতো পরিবহন শ্রমিক ও যাত্রী সবার জন্যই মঙ্গল। কিন্তু পরিবহন শ্রমিকরা সব সময় দেশটাকে জিম্মি করে। এভাবে আর কতদিন।

এদিকে, পরিবহন ধর্মঘট থাকায় ঢাকাগামী অনেকেই ভিড় করেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় অনেকেই হতাশা নিয়ে আবারো বাড়ি ফিরে আসেন।  

ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইনের আপত্তিকর ধারাগুলো সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই এ কার্যক্রম চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।