ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে মদসহ ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
বকশীগঞ্জে মদসহ ছাত্রলীগ নেতা আটক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে এক বোতল মদসহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রতীক সাহাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর এলাকার সীমারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতীক বকশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকার জিতেন্দ্র সাহার ছেলে।

তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (২৮ অক্টোবর) প্রতীককে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কোনো নেতাকর্মীই মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।