ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকবে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকবে ভারত কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি-বাংলানিউজ

দিনাজপুর: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। যা ভারতের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি।



বুধবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনের সময় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে চিত্ত ঘোষ, বীরগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দীন আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ।  

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারকে স্থানীয় ঐতিহ্যবাহী কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী উপহার দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শ্রিংলা এসময় মনোরঞ্জনের হাতে মন্দিরের প্রণামী তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।