ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
শার্শায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) ভোর ৬ টায় উপজেলার কায়বা ইউনিয়নের বাগুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে নাশকতার উদ্দেশে জামায়াত-বিএনপির বেশকিছু নেতাকর্মী বৈঠকে জড়ো হন।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১০টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদি বইসহ লাঠি-সোটা জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।