ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
চুনারুঘাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  মাছ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

বাংলানিউজকে তিনি জানান, অভিযানে চুনারুঘাটের উত্তর বাজার এলাকায় ফিজিসিয়ান সেম্পল ওষুধ বিক্রি ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় খাদিজা মেডিকেল ফার্মেসিকে দুই হাজার, দক্ষিণ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় নূরে মদিনা রেস্টুরেন্টকে তিন হাজার টাকা, মাছ বাজারের কাউছার মিয়া এবং শাকিল মিয়াকে ওজনে কম দেওয়ার অপরাধের ৩০০ ও ২০০ টাকা সহ মোট পাঁচ হাজার ৫০০ টাকা  জরিমানা করা হয়।


 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসাআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।