ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মিরাজ হোসেন উপজেলার পদ্মপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

বুধবার (৩১ অক্টোবর) বেলা ১০ টার দিকে উপজেলার হরিখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি পদ্মাপাড়ার গ্রাম থেকে মিরাজ হোসেন ও তৌফিক হোসেনসহ তিনজন মিলে একটি মোটরসাইকেলযোগে সোনাতলার উদ্দেশ্যে রওনা হন। এসময় মোটরসাইকেলটি হরিখালী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মিরাজ হোসেন ও তৌফিক হোসেন গুরুতর আহত হলেও অপরজনের কোনো সমস্যা হয়নি।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তৌফিক হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

দুপুরে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুলতান হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ হোসেনের মৃত্যু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।