ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মেঘনার ভাঙনে ১৯০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
চাঁদপুরে মেঘনার ভাঙনে ১৯০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন মেঘনার ভাঙন রোধ প্রকল্প কাজের ভিত্তিফলক উন্মোচন। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা ও হাইমচর উপজেলার কাটাখাল বাজার মেঘনা নদীর ভাঙন রোধে ১৯০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে এ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁদপুরের সহকারী প্রকৌশলী মাহবুবুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার রাঢ়ী।

প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে পাউবো, চাঁদপুর পওর বিভাগ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।