ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. মীর শওকত আলী বাদশা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসিসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হেলাল উদ্দিন।

বাংলাদেশ  সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।